ধামরাইয়ে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত।
ঢাকার ধামরাইয়ে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত কাভার্ডভ্যানের পেছনে আরেকটি বাসের ধাক্কায় সুমন সরকার (২৪) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।
শনিবার (১৮ জুলাই) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকার পাল সিএনজির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন সরকার মাগুড়া জেলা শহরের লক্ষীকাণ্ড গ্রামের বাসিন্দা স্বপন সরকারের ছেলে।
ধামরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকার পাল সিএনজির সামনে পাটুরিয়াগামী হিমাচল পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে একটি কার্ভাডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কার্ভাডভ্যানের পেছনে থাকা মোটরসাইকেল চালক সুমনকে পেছন থেকে ধামরাই মিনি পরিবহন নামে আরেকটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সুমন মারা যান। এ ঘটনায় বাসের যাত্রী ও মোটরসাইকেলের আরেক আরোহীসহ ১৫ জন আহত হন তার মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।
আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
ধামরাই থানার উপ- পুলিশ পরিদর্শক শংকর জানান নিহতের মরদেহ মানিকগঞ্জ হাইওয়ে পুলিশ নিয়ে গেছে। গাড়ি জব্দ করা হয়েছে।