ধামরাইয়ে আরো একজন করোনায় আক্রান্ত, এ’নিয়ে মোট ৯ জন শনাক্ত।
রনজিত কুমার পাল (বাবু) ঢাকা জেলা প্রতিনিধি-ঃ
ঢাকা জেলাস্হ ধামরাই উপজেলায় আরো একজন মানুষের দেহে করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত শনাক্ত হয়েছে।
বুধবার (৬ই মে) ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নূর রিফফাত আরা এ’তথ্য নিশ্চিত করেছেন।
এ’বিষয়ে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নূর রিফফাত৷ আরা জানান ধামরাই উপজেলার বেলীশ্বর গ্রামে এক ব্যক্তি আক্রান্ত সন্দেহে তার নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে প্রেরণ করা হয় তার রিপোর্ট পজেটিভ পাওয়া যায়।
এ’পর্যন্ত ধামরাই উপজেলায় ৩৯৯ জন লোকের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। ধামরাইয়ে এ’নিয়ে ৯ জনের দেহে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত শনাক্ত হয়েছে। ৯ জনের মধ্যে ৩ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দুইজন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে বাকী আক্রান্ত রোগীরা বাড়ি আইসোলেশনে রাখা হয়েছে।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোহাম্মদ সামিউল হক জানান আক্রান্ত রোগীর এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।