করোনায় মারা যাওয়া প্রবাসী পরিবারকে ৩ লাখ টাকা করে অনুদান দেয়া হবে বলেও সংসদের বাজেট অধিবেশনে ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে ঋণ দিতে ২০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। এছাড়া প্রবাসীদের জন্য ৫’শ কোটি টাকা বরাদ্দের কথাও জানান তিনি। শেখ হাসিনা বলেন, জনশক্তি রফতানির সঙ্গে জড়িতরা সঠিক নিয়ম ও নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনা না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, পাপুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি হয়েছে। আর তিনি যদি কুয়েতের নাগরিক হয়ে থাকেন তাহলে তার আসনটি শূন্য ঘোষণা করা হবে। তার ব্যাপারে খোজ খবর নেয়া হচ্ছে।