জাতীয়

ফেসবুকে অনলাইন পত্রিকা সাংবাদিকদের নিয়ে সমালোচনার ঝড়।

আবদুল্লাহ আল মামুন, বিভাগীয় প্রতিনিধি-(খুলনা)

ফেসবুকে অনলাইন পত্রিকা সাংবাদিকদের নিয়ে সমালোচনার ঝড়।

যে সমস্ত সাংবাদিক সাপ্তাহে একটা নিউজ করতে অক্ষম

তারা ঘন্টায় ঘন্টায় অনলাইনে সংবাদ দেখে শয্য করতে না পেরে বিরোধীতা করছে

দেশে কিছু প্রিন্ট পত্রিকার সাংবাদিক উঠে পড়ে লেগেছে অনলাইন পত্রিকা সাংবাদিকের বিরুদ্ধে

তাদের বক্তব্য অনলাইন পত্রিকা গুলো নাকি অবৈধ এইজন্য এসব সাংবাদিকদের কোন মুল্যায়ন করেন না তারা
বরং রাতদিন উঠে পড়ে লেগেছে অনলাইন পত্রিকা সাংবাদিকের বিরুদ্ধে।

আমি বলতে চাই করোনা ভাইরাস এর কারণে প্রিন্ট পত্রিকা বন্ধ থাকায় জনমনে সংবাদ পৌঁছে ছে অনলাইন এর মাধ্যমে

দেশের প্রতিটি মানুষ ছোট বড় সবার হাতে স্মার্টফোন ঘরে বসে তারা অনলাইনে পত্রিকা পড়েন

একজন আলেম অন্যায় করলে সেই অপরাধে গোটা আলেমদের দোষারোপ করা বোকামি আর মুর্খতা ছাড়া আর কিছুই নয় ,

ঠিক তেমনি দু একজন অনলাইন সাংবাদিক অন্যায় অপরাধ করলে গোটা অনলাইন সাংবাদিকদের
অবৈধ বলা এটাও চরম মুর্খতা ।

সবথেকে বড় কথা দেশ ডিজিটাল হওয়ার পিছনে বড় কারণ মানুষ সহজেই খুব দ্রুত অনলাইনে সমস্ত সমস্যার সমাধান সহ যাবতীয় সেবা পাচ্ছেন মুহূর্তে অনলাইনে।

সাবেক আমলের মানুষ গুলি আগে চিঠি পত্র
ডাকবিভাগের মাধ্যমে কার্জক্রম পরিচালনা করতেন
কিন্তু এখন দেশ ডিজিটাল দেশের জনগণ এখন মুহূর্তে অনলাইনে সবকাজ সেরে নিচ্ছেন।

প্রিন্ট কাগজ পত্রিকা তে নিউজের জন্য আগের দিনের মত ২৪ঘন্টা অপেক্ষা করতে হয় , কিন্তু অনলাইন যখন ঘটনা তখন নিউজ ,

তাহলে কেন উঠে পড়ে লেগেছে অনলাইন পত্রিকা সাংবাদিকের বিরুদ্ধে
যারা অনলাইন পত্রিকা সাংবাদিকের বিরুদ্ধে তারা দেশের মঙ্গল চায়না

এসমস্ত সাংবাদিকের বিরুদ্ধে লেখা লেখি করে তাদের মনোবল নষ্ট করছে একটি কুচক্রী মহল

তাদের কে চিন্হিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি অনলাইন পত্রিকা সাংবাদিকের পক্ষ থেকে আমি আবদুল্লাহ আল মামুন,খুলনা বিভাগীয় প্রতিনিধি-নিউজ জাতীয় বাংলাদেশ

তবে যারা কাগজ পত্রিকা হোক আর অনলাইন পত্রিকা হোক পরিচয় পত্র ব্যাবহার করে অবৈধ কাজ করছেন

যে অন্যায়কারি শুধু তার বিরুদ্ধে অভিযোগ করুন
দু একজন অবৈধ সাংবাদিকের কারণে গোটা সাংবাদিকদের দয়াকরে সমালোচনা করবেন না।

একজন আলেম অন্যায় করলে যেমন গোটা আলেমদের দোষারোপ করা বোকামি আর মুর্খতা ছাড়া আর কিছুই নয়

তেমনি ভাবে দু একজন অনলাইন পত্রিকা সাংবাদিক অপরাধ করলে গোটা অনলাইন পত্রিকা সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ করা বোকামি আর মুর্খতা ছাড়া আর কিছুই নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button