মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে ধামরাইয়ে গর্ভবতী মায়েদের জন্য সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প।
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টার-ঃ
মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে ধামরাইয়ে গর্ভবতী মায়েদের জন্য সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প।
ঢাকার ধামরাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকারের বছরব্যাপী কল্যাণমূখী কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান, বাংলাদেশ সেনাবাহিনীর দিক নির্দেশনায় এরিয়া সদর দপ্তর সাভার এর ৯ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্হাপনায়,৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির তত্ত্বাবধানে ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের আবুল বাশার কৃষি কলেজ প্রাঙ্গণে বিনামূল্যে গর্ভবতী মায়েদের বিশেষ স্বাস্থ্য সেবা দেয়ার উদ্দেশ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিতন হয়।
রবিবার (৫ই জুলাই) সকাল থেকে দিনব্যাপি ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের আবুল বাশার কৃষি কলেজ প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে এ’ মেডিকেল ক্যাম্পে গর্ভবতীদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা এবং অস্থায়ী ল্যাবে বিভিন্ন পরীক্ষা- নিরীক্ষা করা হয়।
মাতৃত্বকালীন চিকিৎসা সেবা সেনাবাহিনীর দক্ষ ও বিশেষজ্ঞ নারী চিকিৎসকদের দিয়ে পরিচালিত হয়।
বৈশ্বিক মহামারী করোনাকালীন প্রসূতি মায়েরা যাতে সহজেই চিকিৎসা সেবা পেতে পারে সেই উদ্দেশ্যে এ’ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। এছাড়া এ’ক্যাম্পে অন্তঃসত্ত্বা মায়েদের প্রয়োজনীয় ওষদ সামগ্রী দেয়া
এ’অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেঃ কর্নেল আরিফ আহমেদ চিশতী এবং ১১ফিল্ড এম্বুলেন্স এর অধিনায়ক লেঃ কর্নেল ফখরুল আলম, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সামিউল হক, ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবীর মোল্লা, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, ধামরাই উপজেলা সাস্হ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নূর রিফফাত আরা, বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ রানা প্রমূখ।