কাতারে তিন রেমিটেন্স যোদ্ধার আকস্মিক মৃত্যু।
মোজাম্মেল হায়দার রিয়াদ কাতার প্রতিনিধি -ঃ
কাতারে আকস্মিক মৃত্যু হয়েছে ৩ প্রবাসী বাংলাদেশির। কাতারে ক্যান্সারে আক্রান্ত হয়ে ইমান হোসেন (২৮) এক প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় বিকাল ৫ টায় কাতারের হামাদ হাসপাতালে মৃত্যুবরণ করেন ইমন। জানা গেছে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার কালিডাঙা গ্রামের স্থানীয় বাসিন্দা তিনি।
এদিকে, মৌলভীবাজার বড়লেখা দক্ষিণভাগ কামিলপুরের বাসিন্দা তুতিউর রহমান (৫০) নামে প্রবাসী ডায়াবেটিকস ও দুরারোগ্যে আক্রান্ত হয়ে সোমবার স্থানীয় সোমবার নিজ রুমে মৃত্যুবরণ করেছেন।
অন্যদিকে স্থানীয় সময় রবিবার বিল্লাল হোসেন (৩০) নামে আরেক প্রবাসী হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ রুমে মৃত্যুবরণ করেন। জানা গেছে তিনি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কাশেমপুর গ্রামের স্থানীয় বাসিন্দা।
প্রবাসীদের অনেকের ধারণা দুই মাস যাবত করোনা ভাইরাসের কারণে কাজ হারিয়ে কর্মহীন হয়ে অর্থ সংকটে পাশাপাশি মানসিকভাবে বিপর্যস্ত হওয়া এসব আকস্মিক মৃত্যুতে ভূমিকা রয়েছে। তিনজনের লাশ স্থানীয় দোহা হামাদ হাসপাতালের মর্গে রাখা আছে বলে জানা গেছে।