পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে দুই জনের মৃত্যু
ভারী বর্ষণের ফলে কক্সবাজারের উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্য একজন শিশু। বুধবার (৩ জুলাই) ভোরে উখিয়ার ক্যাম্পের-৮ ও ৯ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।
এসব তথ্য নিশ্চিত করে উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, প্রাথমিকভাবে দুর্ঘটনায় মারা যাওয়াদের নাম পরিচয় জানাতে পারেননি। তবে ২ জনের মধ্যে একজন স্থানীয় রয়েছে। এ ছাড়া আরও কয়েকজন আহত হওয়ার খবর আমরা পাচ্ছি। এ বিষয়ে পুলিশ কাজ করছে।
এর আগে গত ১৯ জুন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণে পাহাড় ধসে ১০ জনের মৃত্যু হয়েছিল।
উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. রফিক বলেন, ‘ক্যাম্পে পাহাড়ি পাদদেশে অধিকাংশ রোহিঙ্গাদের বসতি। ফলে ভারী বৃষ্টিতে প্রাণহানির ঘটনা ঘটছে। নিরুপায় হয়ে রোহিঙ্গারা ঝুঁকি নিয়ে বসবাস করছেন। এভাবে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে না নিলে ক্যাম্পে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।