জেলার খবর

সেনবাগে উপজেলা পর্যায়ে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধিঃ

সেনবাগে উপজেলা পর্যায়ে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

উপজেলা পর্যায়ে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে সেনবাগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছরুল্যাহ আল মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন- নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল হামিদ।

বক্তব্য রাখেন-উপজেলা সহকারী কমিশন (ভুমি)তাজমিন আলম তুলি,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির,সেনবাগ পৌর মেয়র আবু নাছের ভিপি দুলাল।
দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রজেক্টরের মাধ্যমে মাদক নির্মূলে সমন্বিত খসড়া কর্মপরিকল্পনা উপস্থাপন করেন -জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল হামিদ এবং অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীগন গ্রুপ ভিত্তিক লিখিতভাবে কর্মপরিকল্পনা তৈরি করে তাহা উপস্থাপন করেন।

কর্মশালায় উপজেলা প্রশাসনের অফিসার, জনপ্রতিনিধি, শিক্ষক,সাংবাদিক,মসজিদের ইমাম সহ গণ্যমান্য ব্যাক্তি অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button