জেলার খবর

অসাম্প্রদায়িক মানবতাবাদী রাষ্ট্র ব্যবস্থার অন্যতম স্বপ্নদ্রষ্টা স্বামী বিবেকানন্দ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রশিদুল ইসলাম টিপু, দিনাজপুর প্রতিনিধিঃ

অসাম্প্রদায়িক মানবতাবাদী রাষ্ট্র ব্যবস্থার অন্যতম স্বপ্নদ্রষ্টা স্বামী বিবেকানন্দ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, অসাম্প্রদায়িক মানবতাবাদী রাষ্ট্র ব্যবস্থার অন্যতম স্বপ্নদ্রষ্টা স্বামী বিবেকানন্দ। রক্ষণশীল ধর্মীয় চিন্তা-চেতনাকে ভেঙে দিয়ে ধর্মকে মানুষের কল্যাণে কাজ করেছেন স্বামী বিবেকানন্দ। তাঁর কারণেই ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতৃত্ব প্রদানকারী অনুপ্রাণিত হয়েছিল।

ধর্মপ্রবর্তক হওয়ার পরও বিবেকানন্দ রাজনৈতিক সচেতনতার কারণে তখনই স্লোগান দিয়েছিলেন প্রজাতন্ত্রের জয় হোক। তিনি বলেন, মহামানব বিবেকানন্দ সম্পর্কে বলতে গিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মন্তব্য করেছিলেন, তুমি ভারতকে চিনতে চাও তবে বিবেকানন্দকে জানো।

শুক্রবার (২৭ মে ২০২২) সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিতে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ দিনাজপুর এর আয়োজিত ‘বিবেকানন্দ যুব সম্মেলন ২০২২’ এর প্রথম অধিবেশনের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি। এসময় দলীয় পতাকা উত্তোলন করেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ দিনাজপুর এর সভাপতি ড. মাসুদুল হক।

ঢাকা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সম্পাদক শ্রীমৎ স্বামী শান্তিকরানন্দ মহরাজ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুুর রাজ দেবোত্তর এস্টেট এর এজেন্ট রণজিৎ কুমার সিংহ, বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুড কেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসক ডি সি রায়, চিরিরবন্দর উপজেলা পরিষদের সহ-সভাপতি জোতিষ চন্দ্র রায়।

স্বাগত বক্তব্য রাখেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ দিনাজপুর এর সহ-সভাপতি মানস কুমার ভট্টাচার্য্য। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দিনাজপুরের বিশিষ্ট উপস্থাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন উর রশিদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button