আজ চেলসির মুখোমুখি হবে ক্রিস্টাল প্যালেস
এফ এ কাপের সেমি ফাইনালে আজ রোববার রাতে চেলসির মুখোমুখি হবে ক্রিস্টাল প্যালেস। ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯ টায়।
ম্যানচেস্টার সিটিকে ৩-২ গোলে হারিয়ে এফ এ কাপের প্রথম সেমি জিতে আসরের ফাইনালে উঠেছে লিভারপুল। ফলে প্রতিপক্ষ হিসেবে লিভারপুলকে পেতে লড়বে দুই দল।
চেলসি সম্প্রতি রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স দ্বিতীয় লেগে ৩-২ গোলে হারিয়েও বাদ পড়েছে আসর থেকে। তাই চেলসির জন্য চ্যাম্পিন্স লিগ হারানোর কষ্ট ভোলার একটা উপায় হতে পারে এই এফ এ কাপের শিরোপা।
অন্যদিকে, ক্রিস্টাল প্যালেস প্রিমিয়ার লিগে হেরেছে নিজেদের সবশেষ ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে। তবে তার আগে সব প্রতিযোগীতা মিলিয়ে সাত ম্যাচে তারা ছিলো অপরাজিত।
ক্রিস্টাল প্যালেসের কোচ প্যাট্রিক ভিয়েইরা বলেন, ‘ক্লাবের জন্য এটা বিশেষ এক মুহূর্ত। ফাইনালে ওঠার সুযোগ রয়েছে আমাদের। সর্বোচ্চ চেষ্টা করতে হবে। চেলসি কতোটা শক্তিশালী প্রতিপক্ষ, তা সবার জানা। তবে, আমরা ওদের সহজে জিততে দেব না’।
এর আগে, এফএ কাপে ৬০ বার মুখোমুখি হয়েছে দ’দল। যার মধ্যে ৩৩ বার জিতেছে চেলসি। আর ১২ বার ক্রিস্টাল।
এদিকে, লা লিগায় ৩২ তম রাউন্ডে সেভিয়ার ঘরের মাঠে আতিথ্য নেবে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শুরু রাত ১টায়। এছাড়া ফ্রেঞ্চ লিগ ওয়ানে মার্চেই এর বিপক্ষে ঘরের মাঠে খেলবে টেবিল টপার পিএসজি। দু’দলের ম্যাচটি শুরু হবে রাত পৌনে একটায়।