ইউক্রেন অভিযানের প্রথম পর্যায় সমাপ্ত: রাশিয়া
ইউক্রেনে আক্রমনের এক মাস পর অভিয়ানের প্রথম পর্যায়ের সমাপ্তি ঘটেছে বলে দাবি করছে রাশিয়া। শুক্রবার (২৫ মার্চ) রুশ সেনাবাহিনীর অপারেশন বিভাগের প্রধান সের্গেই রুদস্কইকের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা জানায়, ইউক্রেনে তাদের যুদ্ধের ‘প্রথম ধাপটি সাফল্যের সাথে শেষ হয়েছে।’ ইউক্রেনের পূর্বাঞ্চলের ডনবাস অঞ্চলের ‘পূর্ণ স্বাধীনতা’ নিশ্চিত করাই এখন থেকে তার সৈন্যদের প্রধান লক্ষ্য হবে বলেও জানান তিনি। তিনি দাবি করেন, ইউক্রেনের লুহানস্ক ওব্লাস্ট অঞ্চলের ৯৩ শতাংশ এবং দনিয়েস্ক ওব্লাস্ট অঞ্চলের ৫৪ শতাংশ এখন রুশ সৈন্যদের দখলে রয়েছে।
এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, তাদের বিশেষ সেনা অভিযানের দুটি ভিন্ন ভিন্ন লক্ষ্য ছিল- একটি পুরো ইউক্রেন দখল এবং অন্যটি শুধুমাত্র ডনবাস দখল। তবে দেশের উত্তরে এবং রাজধানী কিয়েভে রুশ সৈন্যরা শক্ত প্রতিরোধের মুখে পড়ায় রাশিয়া হয়তো ইউক্রেন যুদ্ধ থেকে তাদের লক্ষ্য হাসিলের মাত্রা কমিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখন থেকে ইউক্রেনের পূর্বাংশের নিয়ন্ত্রণ দখলই রাশিয়ার প্রধান লক্ষ্য হবে- এমন কথা বললেও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনের আকাশে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করলেই মস্কো ব্যবস্থা নেবে। এছাড়া অবরুদ্ধ অন্যান্য শহরে হামলা বন্ধের কোনো কথাও বলেনি তারা।