উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাতে ম্যানইউ-আতলেতিকো বিগ ম্যাচ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ নাইটে আজ বিগ ক্ল্যাস। শেষ ষোলোর সেকেন্ড লেগের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে আতলেতিকো মাদ্রিদ। খেলা শুরু রাত ২টায়। একই সময়ে আয়াক্সের প্রতিপক্ষ বেনফিকা।
ইপিএলে টটেনহ্যামের বিপক্ষে নজর কাড়া হ্যাটট্রিকের পর আরারও সব আলো কেড়ে নিয়েছেন ক্রিস্টিয়োনো রোনাদো। এখন শুধু ক্যামেরার লেন্স সিআর সেভেনকেই খোজে।
চ্যম্পিয়ন্স লিগে রাতে হোম ম্যাচ ম্যানইউর, প্রতিপক্ষ স্পেইন চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ। প্রথম লেগে ম্যাচটা হয়েছে ১-১ গোলে ড্র, তাই সব হিসেব এই সেকেন্ড লেগের ম্যাচটা নিয়ে।
ম্যানইউর যত দুশ্চিন্তা আতলেতিকোকে নিয়েই। ওদের বিপক্ষে নেমেই শেষ তিনবার চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় ম্যনাইউ। তার ওপর ব্রুনো ফার্নান্দেসের থাকা না থাকা নিয়েও আছে দুশ্চিন্তা।
আতলেতিকো মাদ্রিদের চোখও এই ম্যাচটা ঘিরে। কারণে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের একার আর লিগ জেতার সুযোগ নাই, ইউরোপার সেরার টুর্নামেন্টে ওরা মনোযগী।
ঐতিহ্যে পিছিয়ে থাকলেও, টিম কম্বিনেসনের বিচার ম্যানইউর চেয়ে এগিয়ে আতলেতিকো। কারাসকো, সুয়ারেজ, কোরেরা, ফেলিক্স, গ্রিজমানদের নিয়ে কি করতে পারেন সিমিওনে সেটাই এখন দেখার।
রাউন্ড অব সিক্সিনের আরেক ম্যাচে পর্তুগীজ ক্লাব বেনফিকার বিপক্ষে নামবে ডাচ জায়ান্ট আয়াক্স। ফর্ম-পারফরমেন্সে বেনফিকার চেয়ে ঢের এগিয়ে আয়াক্স। প্রথম লেগের ম্যাচটা হয়েছিল ২-২ গোলে ড্র। তাই এই লেগে যারা জিতবে তারাই যাবে কোয়ার্টার ফাইনালে।