খেলাধুলা

দক্ষিণ আফ্রিকার উদ্দেশে আজ দেশ ছাড়ল টাইগারদের প্রথম বহর

অবশেষে শুরু হলো বাংলাদেশ ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর। তিন ভাগে ভাগ হয়ে দক্ষিণ আফ্রিকায় যাবে বাংলাদেশ দল। তার প্রথম বহর আজ দেশ ছাড়ল।
বাংলাদেশ সময় পৌনে ১১টার ফ্লাইটে যাত্রা করা প্রথম বহরে ছিলেন দলের আটজন সদস্য।
তারা হলেন চার ক্রিকেটার নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি রাব্বি ও এবাদত হোসেন। এ ছাড়া নির্বাচক হাবিবুল বাশার সুমন, টিম ম্যানেজার নাফিস ইকবাল, ফিজিও বায়েজিদ ইসলাম ও টিম অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু।
আজ রাত ১১টার ফ্লাইটে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা করবে বাংলাদেশ দলের দ্বিতীয় বহর। শেষ বহর তথা টেস্ট দলের স্পেশালিস্টরা যাবেন শনিবার সকাল পৌনে ১১টার ফ্লাইটে।
এর বাইরে আরও একটি ছোট্ট গ্রুপ যাবে দক্ষিণ আফ্রিকা। সে দলে থাকবেন বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, চিকিৎসক দেবাশীষ চৌধুরী এবং নতুন ফিল্ডিং কোচ শন ম্যাকডারমট।
আগামী ১৫ মার্চ জোহানেসবার্গে আন্তদলীয় একটি ম্যাচ খেলবে বাংলাদেশ। তারপর স্বাগতিকদের বিপক্ষে ১৮, ২০ ও ২৩ মার্চ আইসিসি সুপার লিগের অন্তর্ভুক্ত তিনটি ওয়ানডে খেলবে তারা।
এক দিনের সিরিজ শেষে টেস্টের প্রস্তুতি নিতে ২৬-২৭ মার্চ দুই দিনের আন্তঃদলীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তারপর টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুটি ম্যাচ খেলবে তারা প্রোটিয়াদের সঙ্গে। ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল ডারবানে হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট পোর্ট এলিজাবেথে ৮-১২ এপ্রিল।
এই সিরিজে সাকিব আল হাসান নেই। তার আবেদনের প্রেক্ষিতে বিসিবি ৩০ এপ্রিল পর্যন্ত তাকে ছুটি দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button