খেলাধুলা

সকালেই বাংলাদেশের দুঃসংবাদ, ভারতের সুখবর

সদ্য শেষ হওয়া ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের পর নতুন র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। হালনাগাদকৃত টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ইংল্যান্ডকে টপকে শীর্ষস্থান দখল করে নিয়েছে রোহিত শর্মার ভারতীয় দল। ইংল্যান্ড নেমে গেছে দুইয়ে। অন্যদিকে টি-টোয়েন্টিতে সবশেষ টানা ৮ ম্যাচ হারা বাংলাদেশ আরও নিচে নেমে অবস্থান করছে দশ নম্বরে।

গত রাতে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করা ভারত সকালেই পেয়েছে সুসংবাদ। স্থায়ী অধিনায়কত্বের দায়িত্ব পেয়েই দলকে চূড়ায় তুলেছেন রোহিত শর্মা। দুইয়ে নেমে গেছে এউইন মরগানের ইংল্যান্ড। টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে গতকাল ধবলধোলাই এড়ানো জয়ে বাংলাদেশকে পেছনে ফেলে নয়ে উঠে এসেছে শ্রীলঙ্কা। যদিও বাংলাদেশ-শ্রীলঙ্কার রেটিং সমান (২৩১)।

র‌্যাংকিংয়ে তিনে রয়েছে পাকিস্তান। তাদের রেটিং পয়েন্ট ২৬৬। ২৫৫ রেটিং পয়েন্ট নিয়ে চারে নিউজিল্যান্ড, ২৫৩ রেটিং পয়েন্টে পাঁচে দক্ষিণ আফ্রিকা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া রয়েছে ছয় নম্বরে, তাদের রেটিং পয়েন্ট ২৪৯। ২৩৫ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২৩২ রেটিং পয়েন্ট নিয়ে আটে রয়েছে আফগানিস্তান। বাংলাদেশ ও শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট সমান ২৩১ হলেও ভগ্নাংশের ব্যবধানে সামান্য এগিয়ে থাকায় নয়ে আছে লঙ্কানরা। টাইগারদের অবস্থান দশে। ১৯২ রেটিং পয়েন্ট নিয়ে ১১ নম্বরে অবস্থান করছে জিম্বাবুয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button