নায়িকা শিমু হত্যা: দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন স্বামী
চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর (৩৫) হত্যার ঘটনায় করা মামলায় তার স্বামী সাখাওয়াত আলী নোবেল ও তার (নোবেলের) বাল্যবন্ধু এস এম ফরহাদ দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
ঢাকার চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জবানবন্দি রেকর্ড করে। শুক্রবার সংশ্লিষ্ট আদালতের কোর্ট পরিদর্শক মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ড চলাকালীন বৃহস্পতিবার ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) চুন্নু মিয়া।
এ সময় আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত আসামি খন্দকার শাখাওয়াত আলীম নোবেল এবং ঢাকার চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট মিশকাত শুকরানার আদালত আসামি আব্দুল্লাহ ফরহাদের জবানবন্দি গ্রহণ করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।