কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন
ছবি: সংগৃহীত
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। রবিবার ( ৯জানুয়ারি) বিকেলে সাড়ে ৫টার এই আগুন লাগার ঘটনা ঘটে। এই খবর লেখা পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, উখিয়ার শফি উল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেন, কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ।
উল্লেখ্য, উখিয়া উপজেলার কুতুপালং ২০ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে ক্যাম্পের ডি ব্লকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগে আগ্নিকাণ্ডের ঘটনায় একটি বেসরকারি সংস্থা পরিচালিত হাসপাতালসহ অন্তত ৩০টির বেশি রোহিঙ্গা বসতি পুড়ে ছাই হয়ে যায়।