বগুড়ার সোনাতলায় পুলিশের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
বগুড়া জেলা পুলিশের আয়োজনে সোনাতলায় বিট পুলিশিং এর বাস্তবায়নে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৩০ অক্টোবর শনিবার বিকাল ৩টায় বালুয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন বালুয়া ইউপি চেয়ারম্যান প্রভাষক রুহুল আমিন। বালুয়া ইউপি সচিব রেজওয়ানুর রহমান এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল,বালুয়া ইউনিয়ন বিট পুলিশিং এর দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার এসআই আনিছুর রহমান আনিছ,বালুয়াহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ,দক্ষিণ আটকড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র,বালুয়াহাট পূজা কমিটির সভাপতি শ্রীমন্টু সাহা,গন্যমান্য ব্যক্তিদের মধ্যে মোঃ সাবিরুল ইসলাম,দক্ষিণ আটকড়িয়া জামে মসজিদের ইমাম মৌলানা হুমায়ন কবির প্রমুখ।
বক্তারা সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক বিচ্ছিন্ন ঘটনার জন্য উদ্বেক প্রকাশ করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সজাগ থাকার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন সকল ইউপি সদস্য,শিক্ষক,বিভিন্ন পূজা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক,বিভিন্ন জামে মসজিদের ইমামগন,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক নেতৃবৃন্দ,ব্যবসায়ী,আনসার সদস্য,গ্রাম্যপুলিশ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। পর্যায়ক্রমে উপজেলার ১টি পৌরসভা ও অন্যান্য ইউনিয়নগুলোতে একই দিনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।