ঘাটাইলে রোজা রেখে কৃষকের পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন কাঠালিয়াআটা যুব সমাজ।
মো: আ: হামিদ টাঙ্গাইল প্রতিনিধিঃ
ঘাটাইলে রোজা রেখে কৃষকের পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন কাঠালিয়াআটা যুব সমাজ
বৈশ্বিক মহামারী উপেক্ষা করে রোজা রেখে আজ অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়ন কাঠালিয়া আটা গ্রামের সচেতন যুব সমাজ।
”মানুষ মানুষের জন্য”স্লোগান কে সামনে রেখে স্হানীয় আওয়ামী লীগ নেতা রফিক মাস্টারের নেতৃত্বে আজ রসুলপুর ইউনিয়নের কাঠালিয়া আটা গ্রামের অসহায় কৃষক সোহরাব ও শহীদ মিয়ার প্রায় ৬০ শতাংশ জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেন তারা।
শিক্ষক নেতা রফিক মাস্টার বলেন,
করোনা’র বৈশ্বিক মহামারীতে কৃষক তাদের বোরো সোনালী ফসল ঘরে তুলতে বিপাকে পড়েছে। কাজের লোকের অভাবে মূলত এ সমস্যা দেখা দিয়েছে।জানতে পারি নিজ গ্রামের দুজন নিম্মআয়ের হতদরিদ্র কৃষক লোকের অভাবে তার ধান কাটতে পাচ্ছে না। এমনবস্থায় আমি সহ কাঠালিয়া আটা যুব সমাজের সদস্যদের নিয়ে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছি।করোনার কারনেই আমাদের এই প্রয়াস এটা একটা চলমান প্রক্রিয়া।যতদিন কৃষক তার সোনালী ফসল ঘরে তুলতে সক্ষম ন হয় ততোদিন আমাদের টিম জনকল্যানে কাজ করে যাবে।
তিনি আরো জানান,ইতিমধ্যে মাহে রমজান উপলক্ষে রমজানের শুরুতেই আমরা যুব সমাজের পক্ষ থেকে হতদরিদ্রের মাঝে প্রায় শতাধিক পরিবারের মধ্যে ইফতার সামগ্রী ও ত্রান দিয়েছি।
স্হানীয় খোকন সিকদার জানান,বর্তমান করোনা’র এই বৈশ্বিক মহামারীর কারনে শ্রমিক সংকট প্রকোপ আকার ধারন করেছে।অনেক হত দরিদ্র কৃষক শ্রমিকের অভাবে পাকা ধান কাটতে পারছেনা।আমাদের যুব সমাজ কৃষকদের এই দূর্যোগের মূহুর্তে খবর পাওয়া মাত্রই পাশে দাঁড়িয়ে তাদের ধান কাটায় উদ্বুদ্ধ হচ্ছে।আমরা যে কোন দূর্যোগের মূহুর্তে মেহনতি মানুষের পাশে সব সময় দাঁড়াতে চাই।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন, ছাত্রনেতা আরিফুল ইসলাম আরিফ,সরকার শাকিল, বিল্লাল হোসেন,আমির হামজা,আতিক,
রুবেল,আরাফাত,নাহিদ,লিটন,মোশাররফ, মিজান প্রমুখ।