সনাতন ধর্মাবলম্বীদের মন্দির বাড়িতে হামলা অগ্নিসংযোগের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত
বিকাশ চন্দ্র স্বর্নকার, বগুড়া প্রতিনিধিঃ
সনাতন ধর্মাবলম্বীদের মন্দির বাড়িতে হামলা অগ্নিসংযোগের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত
সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে হামলা প্রতিমা ভাংচুর, ইসকনে হামলা সহ হিন্দুদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট করার প্রতিবাদে এবং লুটপাট হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২১শে অক্টোবর বৃহস্পতিবার বেলা এগারোটায় শহরের সাতমাথায় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখা কর্তৃক আয়োজনে এ কর্মসূচিতে জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ সহ প্রায় হাজার দেড়েক হিন্দু সম্প্রদায়ের লোকজন এতে অংশগ্রহণ করেন। জেলা কমিটির সাধারণ সম্পাদক সাগর রায়ের সঞ্চালনায় উক্ত প্রতিবাদ ও মানবন্ধন কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি দিলিপ কুমার দেব।
এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি শুভাশীস পোদ্দার লিটন,পৌরসভার কাউন্সিলর পরিমল কুমার দাস,জেলা কমিটির সাবেক সভাপতি অমৃত লাল সাহা,সহ সভাপতি স্বপন কুমার চক্রবর্তী,যুগ্ন সম্পাদক নির্মেলেন্দু রায়, সাংগঠনিক সম্পাদক আসিম কুমার দাস,চঞ্চল কুমার রায়,তাপস কুমার নিয়গী,সমর কুমার দাস,প্রদ্যুত কুমার চাকী, কালাচাঁদ সাহা,আশীষ কুমার রায়,পরিমল প্রাসাদ রাজ,সুজিত কুমার প্রমুখ।