সরিষাবাড়ীতে প্রতিবন্ধীকে নির্যাতনের ঘটনায় মামলা
জামালপুরের সরিষাবাড়ীতে মানসিক প্রতিবন্ধী রাসেল (২৫)কে নির্যাতনের মামলা দায়ের হয়েছে। নির্যাতনের ১৮ দিনের পর ১২ অক্টোবর প্রতিবন্ধীর মা আঞ্জুয়ারা বেগম বাদী হয়ে জামালপুর কোর্টে মামলাটি দায়ের করেন। রাসেলপোগলদীঘার মো: শুক্কুর আলীর ছেলে।
মামলার বিবরণে প্রকাশ, গত ২৩ সেপ্টেম্বর বিকেলে সরিষাবাড়ী উপজেলার একুশে মোড়ে মো: ফিরোজের মোটরসাইকেলের গ্যারেজের সামনে ওই প্রতিবন্ধী রাসেল ঘোরাফেরা করে। গ্যারেজের পাশে রুদ্রবয়ড়া গ্রামের রফিকুল ইসলাম খোকনের ছেলে শিপন (৩০) এর গাড়িটি ঘুরে ফিরে দেখে প্রতিবন্ধী রাসেল। এতে মোটরসাইকেল মালিক ও গ্যারেজের মালিকসহ কয়েকজনে ওই প্রতিবন্ধী রাসেলকে চোর সন্দেহে প্রহার করে। রাসেলের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। এতেই শেষ নয়, প্লাস দিয়ে রাসেলের হাতের নোখে আঘাত করে এবং হাতের আঙ্গুল ভেঙ্গে দেয়। খবর পেয়ে রাসেলের মাতা আঞ্জুয়ারা প্রতিবন্ধী ছেলে রাসেলকে উদ্ধার করতে গেলে তাকেও প্রহার করে। স্থানীয়দের সহায়তায় রাসেলের মা আঞ্জুয়ারা বেগম তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আঞ্জুয়ারার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেফার্ড করা হয়।