জেলার খবর

কপিলমুনিতে পাওনা টাকা চাওয়ায় চা দোকানিকে মারপিটের অভিযোগ

এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)

কপিলমুনিতে পাওনা টাকা চাওয়ায় চা দোকানিকে মারপিটের অভিযোগ

পাইকগাছার কপিলমুনিতে পাওনা টাকা চাওয়ায় আলমগীর গাজী (২৮) নামে এক চা দোকানীকে বেধড়ক মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ১০ টার দিকে কপিলমুনি ইউপির কাশিমনগর বাজারে এ ঘটনা ঘটে। সে কাশিমনগর গ্রামের হতদরিদ্র পাঞ্জাব আলী গাজীর ছেলে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত ১০ টার দিকে আলমগীর তার কাশিমনগর বাজারের চায়ের দোকানের পওনা বাকির টাকা মৃত আমজেদ সরদারের পুত্র মাসুম সরদারের কাছে চাওয়ায় সে ও তার ছোট ভাই ইব্রাহিম সরদার ক্ষিপ্ত হয়ে তাদের কাছে কোন টাকা পাবেনা বলে অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকে। এরপর আলমগীর এমন ব্যবহারের কারণ জানতে চাইলে তারা ঔদত্যপূর্ণ কথা বলে তাকে মারধর করতে থাকে। এসময় আশপাশের লোকজন আলমগীরকে উদ্ধার করে প্রথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠায়।

ভুক্তভোগী আরো জানায়, রোববার (১০অক্টোবার) তার দোকানে হালখাতা ছিল। তবে মাসুম হালখাতা করতে না আসায় আজ রাতে তার কাছে পাওনা টাকা চাওয়ায় তারা টাকা না দিয়ে উল্টো মারধর করে। এমনকি সে কাউকে নূন্যতম মানুষ বলেও মূল্যায়ন করেনি।

সর্বশেষ এ ঘটনায় ভুক্তভোগী চা বিক্রেতা আলমগীরের পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button