মাস্কট পৌঁছে সোমবার কোয়ারেন্টিনে মাহমুদউল্লাহরা
ঘূর্ণিঝড় শাহীনের আঘাতে ওমান এবং ইয়েমেনে প্রাণ হারিয়েছেন ১৩ জন। ওমানের রাজধানী মাস্কটেও ঘূর্ণিঝড়ের বিরূপ প্রভাব পড়েছে। বেশ কিছু রাস্তায় জমে গেছে পানি।
ঘূর্ণিঝড় শাহীনের কারণে রবিবার বাংলাদেশ দলকে বহনকারী বিমানের ফ্লাইট নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর টেক অফ করেছে। রাত ১০টা ৪৫ মিনিটের ফ্লাইট ছেড়েছে ১১টা ৪৫ মিনিটে।
তবে এই ঘূর্ণিঝড় বাংলদেশ দলের ওমান যাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি। মাস্কটে নিরাপদে পৌঁছেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহর নেতৃত্বে ফুরফুরে বাংলাদেশ ক্রিকেট দল সেখানে পৌঁছে সোমবার রুম কোয়ারেন্টিনে কাটিয়েছে ক্রিকেটাররা। মঙ্গলবার ওমান ক্রিকেট একাডেমিতে স্থানীয় সময় ১টা ৩০ মিনিটে বাংলাদেশ দল করবে অনুশীলন।
আগামী ১২ অক্টোবর শ্রীলংকার বিপক্ষে এবং ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে আবুধাবিতে অনুশীলন ম্যাচের আগে বাংলাদেশ দল ওমানে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার-এই তিনদিন অনুশীলন করবে। আইসিসির নির্ধারিত ২টি অনুশীলন ম্যাচ খেলতে আগামী ১১ অক্টোবর বাংলাদেশ দল আবুধাবির ফ্লাইট ধরবে।