আন্তর্জাতিক

ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা ফের বেড়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা ফের বেড়েছে। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। এ ছাড়া সুস্থতার হার বৃদ্ধি পাওয়ায় গত এক দিনে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা নেমে এসেছে পৌনে ৩ লাখের নিচে। অন্যদিকে সংক্রমণ কমলেও দেশটিতে অবশ্য দৈনিক শনাক্তের হার কিছুটা বেড়েছে।

আজ রবিবার (৩ অক্টোবর) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২২ হাজার ৮৪২ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা কমেছে দেড় হাজারের বেশি। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৮ লাখের বেশি।

অন্যদিকে শনিবার ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা কমলেও রবিবার ফের তা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ২৪৪ জন। অর্থাৎ গত এক দিনে প্রাণহানির সংখ্যা বেড়েছে ১০ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৪৮ হাজার ৮১৭ জন।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হওয়া মানুষের তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ। ফলে রোববার দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা নেমে এসেছে পৌনে ৩ লাখের নিচে।

গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৫ হাজার ৯৩০ জন মানুষ। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ২২ হাজারের বেশি। ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৭০ হাজার ৫৫৭ জনে। ১৯৯ দিনের মধ্যে যা সর্বনিম্ন।

ভারতের মোট শনাক্ত রোগীর শূন্য দশমিক ৮০ শতাংশ (০.৮০%) বর্তমানে সক্রিয় রোগী। শনিবারের তুলনায় রবিবার এই হার কমেছে। এদিকে ভারতে সুস্থতার হার আরও বেড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৮৭ শতাংশ। ২০২০ সালের মার্চ মাস থেকে যা সর্বোচ্চ।

অন্যদিকে, ভারতে দৈনিক সংক্রমণের কিছুটা বেড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে দৈনিক সংক্রমণের হার ১ দশমিক ৮০ শতাংশ। গত ৩৪ দিন ধরে দেশটিতে এই হার ৩ শতাংশের নিচেই রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button