আন্তর্জাতিক

ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। তবে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। অবশ্য দৈনিক সংক্রমণের হার কিছুটা বেড়েছে। এ ছাড়া সুস্থতার হার বৃদ্ধি পাওয়ায় গত এক দিনে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা আরও কমেছে। গত ১৮ মাসের মধ্যে দেশটিতে সুস্থতার হার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৩ হাজার ৫২৯ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৫ হাজার। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার ৯৮০ জনে।

অন্যদিকে বুধবার ভারতে প্রাণহানির সংখ্যা পৌনে চারশ ছাড়ালেও বৃহস্পতিবার তা কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩১১ জন। অর্থাৎ গত এক দিনে প্রাণহানির সংখ্যা কমেছে ৬৭ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৪৮ হাজার ৬২ জন।

এদিকে সংক্রমণ প্রায় পাঁচ হাজার বাড়লেও সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হওয়া মানুষের তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ। ফলে বৃহস্পতিবার দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা নেমে এসেছে প্রায় পৌনে তিন লাখে।

গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৮ হাজার ৭১৮ জন মানুষ। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ২৩ হাজারের বেশি। ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৭৭ হাজার ২০ জনে। ১৯৫ দিনের মধ্যে যা সর্বনিম্ন।

অন্যদিকে, ভারতে দৈনিক সংক্রমণের কিছুটা বেড়ে দেড় শতাংশ ছাড়িয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে দৈনিক সংক্রমণের হার ১ দশমিক ৫৬ শতাংশ। গত ৩১ দিন ধরে দেশটিতে এই হার ৩ শতাংশের নিচেই রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button