খেলাধুলা

ফুটবলের র‍্যাংকিংয়ে আরও পেছাল বাংলাদেশ

বিশ্ব ফুটবলের র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এমনিই তলানিতে রয়েছে। এবার পিছিয়েছে আরও একধাপ। দুই মাসের ব্যবধানে জামাল-তপুরা পিছিয়েছে মোট ৫ ধাপ। এ বছরের মে মাসে ১৮৪তম অবস্থানে ছিল বাংলাদেশ, নতুন প্রকাশিত র‍্যাংকিংয়ে ৫ ধাপ পিছিয়ে এখন লাল-সবজ জার্সিধারীদের অবস্থান ১৮৯তম।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা হাল নাগাদ করা র‍্যাংকিং প্রকাশ করে। সবশেষ রেটিং থেকেও ৩ পয়েন্ট হারিয়েছে জেমি ডে’র শিষ্যরা। ২১০টি দেশের মধ্যে ৯০৬ রেটিং নিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৮৯ তম।

দক্ষিণ এশিয়ার ফুটবল খেলুড়ে দেশের মধ্যে সবার ওপরে আছে ভারত। তবে তারাও পিছিয়েছে দুই ধাপ (১০৭)। এছাড়া তালিকায় মালদ্বীপ (১৫৮), নেপাল (১৬৮), পাকিস্তান (১৮৯) অবস্থানে।

এদিকে শীর্ষেই অবস্থান করছে বেলজিয়াম। দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। ফ্রান্সকে হটিয়ে তৃতীয় স্থানে উঠেছে ইংল্যান্ড। সেরা দশের যথাক্রমে রয়েছে ফ্রান্স, ইতালি, আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেন, মেক্সিকো ও ডেনমার্ক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button