কুমার সম্প্রদায় বংশ পরম্পরায় তৈরি করছে মৃৎশিল্প” কালের পরিবর্তনে হারিয়ে যাচ্ছে বাংলার ঐতিহ্য
সাহাদাৎ হোসেন শাহীন, জেলা প্রতিনিধি-(নারায়ণগঞ্জ)
কুমার সম্প্রদায় বংশ পরম্পরায় তৈরি করছে মৃৎশিল্প” কালের পরিবর্তনে হারিয়ে যাচ্ছে বাংলার ঐতিহ্য
গ্রাম গঞ্জে গেলে দেখা যায় বাংলার ঐতিহ্য এখনও হারিয়ে যায়নি তবে একদিন হয়তো হারিয়ে যা এইসব নানান শিল্প।
শুধুমাত্র মাটির কলসি হাড়ি শবাসন নয় রয়েছে নিত্যপ্রয়োজনীয় নানান রকমের জিনিস। মাটির হাড়ি, কলশি,গামলা,থালা বাসন,মগ,গ্লাস চালুন, মিঠা মালসা ঝলপিরা, হাতি ঘোড়া পুতুলসহ নানা রকমের জিনিস ইত্যাদি ইত্যাদি। গ্রাম বাংলাই হচ্ছে বাঙালী জাতির অহংকার।
নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েছে মৃৎ শিল্প গোষ্ঠী গ্রামের হাটে বাজারে ও বিভিন্ন মেলাতে দেখা যায়ে মাটির শিল্প। গ্রামে মহল্লা গুলোতে হাটলে দেখা যায় মৃৎ শিল্প গোষ্ঠীরা এখনও সরব বিভিন্ন অনুষ্ঠান বিশেষ করে পূঁজা ও গ্রামের মেলা এলে বেরে যায় তাদের ব্যততা।
আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প সব মাটি দিয়ে এ কাজ হয় না দোআঁশ মাটি তেমন ভালো নয় আর বেলে মাটি ঝরঝরে তাই এগুলোতে মাটির শিল্প হয় না
মৃৎশিল্পের জন্য দরকার পরিষ্কার এটেল মাটি এঁটেল মাটি আঠালো তাই আমাদের নিত্য প্রয়োজনীয় বাহারি রকম মাটির জিনিস।
আবার এটেল মাটি হলেই যে তা দিয়ে শিল্পের কাজ করা যাবে তাও নয় এর জন্য দরকার যত্ন আর শ্রম দরকার হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান। যুগের পরিবর্তন” প্রযুক্তি কেরে নিচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য দিন দিন মৃৎ শিল্প হারিয়ে যাবার পথে হাটছে একটি সময় হয়তো বিলুপ্ত হতে পারে বাংলার ঐতিহ্য মৃৎ সম্প্রদায় শিল্প গোষ্ঠীরা।
গ্রাম শহর হবে দেশ আরো উন্নয়নের শিরিতে উঠে যাবে তখন বাংলা থেকে অনেক কিছুই হারিয়ে যাবে। এইসব শিল্প গোষ্ঠীদের পাশে দাঁড়ানো উচিত বলে মনে করেন সুশিল সমাজের মানুষগণণ।