নন্দীগ্রামে গাছে গাছে শোভা পাচ্ছে দেশীয় খেজুর।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পৌর এলাকাসহ বিভিন্ন জায়গায় দেশীয় খেজুরের সমারোহ সে এক অপূর্ব শোভাবর্ধন করছে। এর আগে খেজুর গাছে খেজুর পাওয়া যেতনা, এখন আষাঢ় মাসে সেই দেশীয় খেজুর গাছে গাছে দেখা মিলছে। দেশীয় খেজুর প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছিল এখন সেই হারিয়ে যাওয়া দেশীয় খেজুর গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি গাছেই শোভা পাচ্ছে। উপজেলা কৃষি বিভাগে দেশীয় খেজুরের কোন তথ্য মেলেনি, তথাপি ১ টি পৌরসভা ও ৫ টি ইউনিয়নে ব্যাপকমাত্রায় খেজুর ধরেছে গাছে গাছে। বিদেশী খেজুরে এখন বাজার সয়লাব, তাই দেশীয় খেজুরের কদর এখন আর তেমন নেই, অথচ, একসময় গ্রামাঞ্চলের মানুষ এই দেশীয় খেজুর দিয়ে নিজেদের চাহিদা মিটিয়ে শহরে আমদানি করতো।
নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের কৃষি, পুষ্টি ও কীট তত্ত্ববিদ সহযোগী অধ্যাপক ড. গোলাম সারোয়ার বলেন, দেশীয় খেজুরে পর্যাপ্ত পরিনাণে ভিটামিন, মিনারেল, ফাইবার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম ও জিংক রয়েছে, যা মানব দেহের জন্য অত্যন্ত কার্যকরী। তাই দেশীয় খেজুর উৎপাদন, সংরক্ষণ ও বিপননে সরকারীভাবে আশু উদ্যোগ গ্রহণ করা অতীব প্রয়োজন।