পাঁচখানা চতুষ্পদী
–মাইন উদ্দিন আহমেদ
১
পাঠের সাথে কাঁদতে থাকো
ধর্মগ্রন্হ পেলে হাতে,
অর্থ পড়ে দেখো কান্না
মানায় নাকি লেখার সাথে!
২
এখনতো আর ভালবাসা
পাবিনারে আগের মতো,
সব দিয়ে ফেলেছি তারে
আমার জমা ছিলো যতো।
৩
যুক্তি যখন হয় প্রবল
আবেগ তখন থাকেনারে,
বলিস যতই মিষ্টি কথা
ফলতো আর ফলেনারে!
৪
চোরাবালির জগতটাতে
তোরা বালি ছিটাবি কি,
যত কিছুই করিস এখন
পুরোটাই দেখবি ফাঁকি।
৫
যারাই দিয়েছিলো এই
সরল ছেলেটিকে ছ্যাঁকা,
অভিশাপ দেই সবাই যেনো
হয়ে যায় ত্যাড়া-বেঁকা!
***