ধামরাইয়ে সার ও বীজ বিতরণ
ঢাকার ধামরাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২০২১ অর্থ বছরে প্রণোদনা সহায়তা কর্মসূচির আওতায় উচ্চ ফলনশীল নাবী পাট বীজ, সার বিতরণ ও কৃষি পুর্নবাসন সহায়তা ও প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর -২০২১) ধামরাই উপজেলা পরিষদের চত্তরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ১৫ জন প্রান্তিক কৃষকদের হাতে ৫০০ গ্রাম করে পাট বীজ ও ৩০ কেজি করে সার তুলে দেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন।
এ’সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুজ্জামান সহ অন্যান্যরা।
এ’সময় বক্তারা বলেন করোনা কালে কৃষকদের কৃষি উপকরণ বিতরণ করে সরকার কৃষি উৎপাদন বৃদ্ধি কল্পে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে কৃষি বান্ধব সরকার। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি সহ কৃষকদের কৃষি চাষে উৎসাহী করে তুলবে।