সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের করোনা পজিটিভ এসেছে । শুক্রবার ইঞ্জিনিয়ার মোশাররফ নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বর্তমানে বাসাতেই আছেন। শারীরিক অবস্থা মোটামুটি ভালো। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দ্রুত রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফরিদপুর -৩ আসনের এ সংসদ সদস্য।
ইঞ্জিনিয়ার মোশারফের জামাতা সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেন, এমনিতেই পরিবারের সবার নমুনা পরীক্ষা করা হয়েছিল গত পরশু। বৃহস্পতিবার নমুনা পরীক্ষার ফল পেয়েছি। ওনার পজিটিভ এসেছে।
কারও কোনো উপসর্গ নেই। শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন। পরিবারে আর কারও পজেটিভ আসেনি বলেও জানান তিনি।
দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন। মারা গেছেন ১ হাজার ৩৮৮ জন।