জেলার খবর

বগুড়ার সোনাতলা মুলবাড়ি গ্রামে ড্রেজার মেশিনে বালু উত্তোলনে ঝুকীরমুখে বৈদ্যুতিক খুটি-আতঙ্কে এলাকাবাসি

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার সোনাতলা মুলবাড়ি গ্রামে ড্রেজার মেশিনে বালু উত্তোলনে ঝুকীরমুখে বৈদ্যুতিক খুটি-আতঙ্কে এলাকাবাসি

বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের মুলবাড়ি গ্রামে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে ঝুকির মুখে পরেছে দুইটি বৈদ্যুতিক খুটি। যার ফলে আতঙ্কে রয়েছে এলাকার লোকজন।

জানাযায়, উপজেলার দিগদাইড় ইউনিয়নের মুলবাড়ি গ্রামের মৃত লোকমান সরকারের ছেলে রতন মিয়া তার বাড়ি সংলগ্ন অবস্থিত লোহাগাড়া খাল হতে দির্ঘদিন যাবত ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে ব্যবস্যা করে চলেছে। স্বরজমিনে গিয়ে দেখাযায়, উক্ত কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনটি যেখানে রয়েছে তার অতি নিকটে একটি বৈদ্যুতিক খুটি রয়েছে। যা বালু উত্তোলনের ফলে হেলে গিয়েছে এবং অনেকটাই পরে যাওয়ার মতো অবস্থায় রয়েছে।

সেইসাথে যেখানে বালু সংরক্ষিত রাখা হয়েছে ঐ স্থানে আরো একটি বৈদ্যুতিক খুটি রয়েছে এবং সেখানে বালু পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক্টর চলাচলের ফলে সেই খুটির গোরার চতুর্পাসে বড় গর্তের সৃস্টি হওয়ায় সেই বৈত্যুতিক খুটিও হেলেগিয়ে ঝুকিরমুখে রয়েছে। এতেকরে ঐ দুইটি বৈদ্যুতিক খুটি যেকোন সময় পরে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন এলাকার লোকজন।

অনেকেই বলেন, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কারনে খালের দু-পাস ভেঙ্গে যাচ্ছে। যার ফলে আশপাশের বাড়িঘর ভুমীধ্বসের ঝুকিতে রয়েছে এবং ট্রাক্টর চলাচলের ফলে রাস্তাগুলোও ভেঙ্গে নষ্ট হয়ে যাচ্ছে। তবে ইতিপুর্বে বহুবার ঐ ব্যবসায়ীকে নিষেধ করা হলেও তাতে কোন কাজ হয়নি বলেও জানিয়েছেন এলাকার অনেকেই। সেইসাথে এর ফলে বৈদ্যুতিক খুটি পরে গিয়ে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে অনেকটাই ঝুকীতে রয়েছেন তারা।

এবিষয়ে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২, সোনাতলা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ রুহুল আমিন এর সাথে কথা বললে তিনি জানান, তদন্তের মাধ্যমে এর সঠিকতা পেলে ঐ ব্যবসায়ীকে সতর্ক করা হবে। তবে পরবর্তিতে বাধা নিষেধ না মানলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি। সেইসাথে তিনি বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে জনসার্থে উক্ত কাজ বন্ধ করতে তাদের সহযোগিতা কামনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button