জেলার খবর

ধামরাইয়ে বিএনপির করোনা হেল্প সেন্টার উদ্বোধন

রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ

ধামরাইয়ে বিএনপির করোনা হেল্প সেন্টার উদ্বোধন

ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নির্দেশক্রমে আর্ত মানবতার সেবায় ঢাকা-২০ সংসদীয় আসনের জনগণের জন্য ফ্রী টিকা রেজিষ্ট্রেশন ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরন কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর -২০২১ খ্রীস্টাব্দ) ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নে জনগণের জন্য ফ্রী টিকা রেজিষ্ট্রেশন ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরন কর্মসূচি শুভ উদ্বোধন করা করেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসান অভি।

অনুষ্ঠানে এ’সময় আরো উপস্থিত ছিলেন কুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রশিদ, ঢাকা জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা ড্যাব এর সাধারণ সম্পাদক মোঃ আসাদুল্লাহ আহম্মেদ দুলাল, ঢাকা জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক শরিফুল আলম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ বদরুল আলম সুমন, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম আহমেদ, ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আতিকুর রহমান আতিক, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, যুগ্ম আহবায়ক আহাদ, যুগ্ন আহবায়ক পারভেজ পাঠান, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার মাদবর, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ আরিফ হোসেন, সাভার থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক গোলাম রাব্বানী, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের এনামুল হক মনি, আসলাম হোসেন, তামিম ইকবাল, জাহাঙ্গীর, রাশেদুল, আলমগীর, রাসেল, ফিরোজ, ইমরান, জাকির, রেজাউল, নাইম, মোস্তাক, আজাদ মহসিন সহ ধামরাই, আশুলিয়া ও সাভারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় নাজমুল হাসান অভি বলেন বিএনপি গন মানুষের দল। মানুষের সেবায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। তাই করোনা মহামারিতে জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দলের মনোনয়ন প্রত্যাশী সকল নেতৃবৃন্দ কে মানুষের পাশে থাকতে নির্দেশ দিয়েছেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সর্বদা মানুষের পাশে রয়েছে, ভবিষ্যতেও থাকবে। ধামরাই উপজেলা কে ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৭ টি ইউনিটে বিভক্ত করে সচেতনতা বৃদ্ধি ও করোনা আক্রান্ত রোগীদের সেবা দেওয়া হবে।

অনুষ্ঠানে মানুষের মাঝে লিফলেট, মাস্ক, স্যানিটাইজার, ঔষধ বিতরণ করা হয় ও ফ্রি টিকা রেজিষ্ট্রেশন করে দেওয়া হয়। এ সময় ডাঃ আসাদুল্লাহ আহম্মেদ দুলাল ত্রিশজন রোগীকে পরামর্শ পত্র প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button