জেলার খবর

মধুপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে মানববন্ধন

আঃ হামিদ, মধুপুর প্রতিনিধি-(টাঙ্গাইল)

মধুপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইল মধুপুরের অরনখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমের বাড়ীতে হামলা ভাংচুরসহ আদিবাসী নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিত মিথ্যা বিভ্রান্তি কর অপপ্রচার ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দ্রæত শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (৩১ আগষ্ট) সকালে উপজেলার জলছত্র বাজারে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের দুপাশে ফেস্টুন ব্যানার নিয়ে দাড়িয়ে অরনখোলা ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশের আয়্জোন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে জয়েনশাহী আদিবাসী উন্নয়নপরিষদ, আচিকমিচিক সোসাইটি, জলছত্র হরিসভা উন্নয়ন প্রকল্প, জলছত্র ট্রাক-ড্রাইভার্স ইউনিয়ন, কোচ-আদিবাসী সংগঠনসহ প্রায় ৩০টি সংগঠনের কয়েক হাজার নারী-পুরুষ অংশ গ্রহণ করে।

প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খন্দকার আব্দুল গফুর মন্টু, মধুপুর ইউপি চেয়ারম্যন সমিতির সভাপতি গোলাম মোস্তফা খান বাবলু, মধুপুর উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক আদিবাসী নেত্রী পিউফিলোমিনা, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, ট্রাইবালওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক দেবদাস, জলছত্র ট্রাক-ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কোচ-আদিবাসী সংগঠনের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ বর্মণ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সদস্য আদিবাসী নেত্রী শান্তি সাংমা প্রমুখ।

এ সময় সকলের উদ্দেশ্যে মিথ্যা বিভ্রান্তিকর অপ-প্রচার ও হামলার প্রতিবাদে বক্তব্য রাখেন অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম। প্রতিবাদ সমাবেশে উপস্হি’ত ছিলেন মধুপুর উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, ইউপি চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ও মহিষমারা ইউপি চেয়ারম্যান কাজী আব্দুল মোতালেব, শোলাকুড়ি ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, বেড়িবাইদ ইউপি চেয়ারম্যান জুলহাস উদ্দিন, ফুলবাগচালা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বেনুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্ন আদিবাসী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কয়েক হাজার নারী-পুরুষ রাস্তার দুপাশে দাড়িয়ে এক কিলোমিটার রাস্তা জুড়ে সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত মানববন্ধনে অংশ নেয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, স্হানীয় জনৈক ফেসবুকার সাংবাদিক পরিচয় দিয়ে সমাজের সম্মানীত ব্যক্তিদের বিরুদ্ধে মানহানি কর মিথ্যা বিভ্রান্তিকর স্ট্যাটাস দিয়ে মানুষকে হয়রানি করছে। সম্প্রতি অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম এর বিরুদ্ধে মিথ্যা মানহানিকর স্ট্যাটাস ও বাড়ীতে হামলা করে।

তারা এ ফেসবুকারের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন। তার স্ট্যাটাসে আদিবাসীও স্হানীয়দের মধ্যে চরম বিভেদ সৃষ্টি হচ্ছে। তারা এ হীন কর্মের তীব্র প্রতিবাদ জানান। সমাবেশ শেষে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন এর মাধম্যে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button