আজ পুঁজিবাজারে লেনদেন বন্ধ
সরকারি ছুটির কারণে আজ সোমবার (৩০ আগস্ট) পুঁজিবাজারের লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি রাখার সিদ্ধান্ত নিয়েছে।
সরকারি ছুটির দিনে ব্যাংকের লেনদেন বন্ধ থাকায় পুঁজিবাজারের লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে মঙ্গলবার (৩১ আগস্ট) থেকে পূর্ব নির্ধারিত সময়ে পুঁজিবাজারে লেনদেন শুরু হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, ব্যাংক ও সরকারি ছুটির সঙ্গে সমন্বয় রেখে পুঁজিবাজারের লেনদেন বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পুঁজিবাজারের লেনদেন চলবে।
একই কথা জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ।