জেলার খবর

মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত, বীর উত্তম এর প্রথম মৃত্যু বার্ষিকী আজ

রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ

মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত, বীর উত্তম এর প্রথম মৃত্যু বার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধের চার নম্বর সেক্টর কমান্ডার, বাংলাদেশের জন্য সীমান্ত রক্ষা প্রহরী গঠনের অন্যতম স্বপ্নদ্রষ্টা তথা তৎকালীন বাংলাদেশ রাইফেলসের ( বর্তমান বিজিবি) প্রথম ডাইরেক্টর জেনারেল, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সাবেক চেয়ারম্যান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ সেক্টরস ফোরাম এর সহ-সভাপতি বলিষ্ঠ বীর সেনানী মেজর জেনারেল (অবঃ) চিত্ত রঞ্জন দত্ত বীরউত্তম এর প্রথম মৃত্যু বার্ষিকী।

১৯৬৫ সালে পাক- ভারত যুদ্ধে অংশ গ্রহণ করে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পাকিস্তান সরকার তাকে পুরস্কৃত করেছিলেন।
মহান মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা রেখেছিলেন অকতোভয় যোদ্ধা মেজর জেনারেল (অবঃ) চিত্ত রঞ্জন দত্ত (সিআর দত্ত), তার বীরত্বপূর্ণ ভূমিকার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করেছে।

মেজর জেনারেল (অবঃ) চিত্ত রঞ্জন দত্ত বীরউত্তম আমেরিকার ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৫শে আগস্ট-২০২০ সালে ৯৩ বয়সে মৃত্যু বরন করেছিলেন।

আজ তার প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্হানে নানা আয়োজনে প্রয়াণ দিবস পালন করা হবে। বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় তাকে স্মরণ করছে দেশের মানুষ বিভিন্ন সংগঠন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button