আফগান ইস্যুতে বৈঠকে বসছে জি-৭
আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানে আসার পর দেশটিতে যে সংকট তৈরি হয়েছে তা নিয়ে আগামী মঙ্গলবার বৈঠকে বসতে যাচ্ছে জি-৭ ভুক্ত দেশগুলো। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন রোববার একটি টুইট বার্তায় এমনটি জানিয়েছেন।
টুইট বার্তায় জনসন বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আন্তর্জাতিক সম্প্রদায় একসাথে কাজ করতে হবে নিরাপদ উদ্ধার কাজ, একটি মানবিক সংকট রোধ এবং আফগান জনগণ ২০ বছরে যে অর্জন করেছে তা সুরক্ষিত করার জন্য।
জি-৭ এর পূর্ণাঙ্গ রূপ হল গ্রুপ অফ সেভেন, বা সাতটি দেশের দল। বিশ্বের তথাকথিত উন্নত অর্থনীতির সাতটি বড় দেশ ও একটি সংস্থা নিয়ে এই জোট গঠিত। জোটের সদস্য দেশ হল কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। বর্তমানে গ্রুপটির নেতৃত্বে রয়েছে যুক্তরাজ্য।
তালেবান আফগানিস্তান নিয়ন্ত্রণে নেয়ার পর পরিস্থিতি সামলানো নিয়ে সমালোচনার মুখে পড়েছে পশ্চিমা দেশগুলো।
গত বৃহস্পতিবার একটি ভার্চুয়াল বৈঠকে জি৭ ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আফগানিস্তান ছেড়ে পালাতে চাওয়াদের সুযোগ করে দেয়ার জন্য তালেবানের প্রতি আহবান জানান।