জেলার খবর

সিআরবি রক্ষার দাবীতে বিজয়’৭১ এর জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

এম বাবুল, চট্রগ্রাম প্রতিনিধিঃ

সিআরবি রক্ষার দাবীতে বিজয়’৭১ এর জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

মহান মুক্তিযুদ্ধের চেতনার সংগঠন বিজয়’৭১ এর উদ্যোগে অদ্য ২২শে আগস্ট, রোজ রবিবার চট্টগ্রাম জেলা প্রশাসক’র মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী নিকট সিআরবি রক্ষার দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক এর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম জাকারিয়া।

এসময় উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ও সংগঠনের স্থায়ী কমিটির চেয়ারম্যান ড. বিকিরণ প্রসাদ বড়–য়া, সভাপতি সজল কান্তি চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা: আর.কে রুবেল, সাধারণ সম্পাদক মো: কুতুব উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা: এস.কে পাল সুজন, ডা: মনির আজাদ, মো: জুবাইর জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ চট্টগ্রাম বিভাগীয় ক্রাইম রিপোর্টার, ইমরান সোহেল প্রমুখ। স্মারক লিপিতে উল্লেখ করা হয় সিআরবি হচ্ছে চট্টগ্রামের বিনোদন সংস্কৃতি আর ঐতিহ্যের প্রাণকেন্দ্র।

সিআরবি গুরুত্ব উপলব্দি করে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে ২০০৯ সালের ২৪ জানুয়ারী বাংলাদেশ গেজেটভুক্ত প্রজ্ঞাপনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চউক প্রনীত ডিটেইল এরিয়া প্ল্যানে সিআরবি কালাচারাল হেরিটেজ ঘোষণা করা হয়। ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতিধন্য সিআরবি ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বহু মানুষ শহীদ হয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক সহ ১১ জন মুক্তিযোদ্ধার সমাধিস্থান এখানে হয়েছে।

একদল ষড়যন্ত্রকারী শহীদের সমাধির উপর বাণিজ্যিকভাবে বেসরকারি হাসপাতাল স্থাপনের নামে রক্তাক্ত স্বাধীনতার ইতিহাস ম্লান করার ষড়যন্ত্রের পাঁয়তারা করছে। বিজয়’৭১ এর তীব্র নিন্দা জানাচ্ছে। এছাড়া সিআরবি এলাকার বর্ষবরণ সহ বছরব্যাপী নানা অনুষ্ঠান আয়োজন হয়, এটা বন্ধ হওয়া মানে সংস্কৃতি রুদ্ধ করার ষড়যন্ত্র। চট্টগ্রামের সবুজ, নান্দনিক ও প্রকৃতির শতবর্ষ বৃক্ষ নিধনের প্রক্রিয়ায় চট্টগ্রামের ফুসফুসকে ব্যবচ্ছেদ করার প্রক্রিয়ায় নেমেছে।

এটি একটি ঘৃণ্য প্রক্রিয়া। তাই বিষয়টি সুচারুরূপে তদন্ত করতঃ চট্টগ্রামের আপামর মানুষের প্রাণের দাবিকে গুরুত্ব দিয়ে সিআরবিতে বেসরকারি হাসপাতাল স্থাপন করার সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button