বিচারিক আদালতের ১৩ বিচারক এবং ২৬ কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে ৪ বিচারক আইসোলেশনে আছেন।
গতকাল এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান জানান,ভার্চুয়াল পদ্ধতিতে আদালতে বিচারকার্য পরিচালনা এবং দায়িত্ব পালন করছেন। তা সত্তে¡ও সারা দেশে এ পর্যন্ত অধস্তন আদালতের ১৩ বিচারক এবং ২৬ কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন।
উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন আরও চার বিচারক। সর্বপ্রথম নেত্রকোনা জেলা ও দায়রা জজ শাহাজাহান কবির করোনায় আক্রান্ত হন। একইদিন মুন্সীগঞ্জের চিফ জুডিশিয়াল মাজিস্ট্রেট বেগম রোকেয়া রহমান আক্রান্ত হন। বর্তমানে তারা দুজন সুস্থ হয়ে আবার কাজে যোগ দিয়েছেন। এখন ঢাকার সিএমএইচ’র আইসিইউতে চিকিৎসাধীন আছেন লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্র্রাইব্যুনালের বিচারক ফেরদৌস আহমেদ। তাকে প্লাজমা দেয়া হয়েছে। ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক বেগম শামীম আহমেদ। আক্রান্ত সব বিচারকের সঙ্গে প্রধান বিচারপতি কথা বলেছেন। তিনি সার্বক্ষণিক তাদের খবর রাখছেন। সুপ্রিম কোর্ট থেকে ২৬ কর্মচারীর চিকিৎসা বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলা জজদের অনুরোধ করা হয়েছে বলেও জানান এই বিশেষ কর্মকর্তা। এর আগে গত ১৪ জুন করোনায় আক্রান্ত অধস্তন আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তা-কার্মচারীদের তথ্য চেয়েছিলো হাইকোর্ট প্রশাসন। সেই নির্দেশনার ধারাবাহিকতায় সারা দেশ থেকে এ তথ্য হাইকোর্টে পাঠানো হয়।
সুএঃদৈনিক ইনকিলাব।