জেলার খবর

টাঙ্গাইলের মধুপুরে যথাযোগ্য মর্যাদায় শোকদিবস পালিত

আঃ হামিদ, মধুপুর প্রতিনিধি-(টাঙ্গাইল)

টাঙ্গাইলের মধুপুরে যথাযোগ্য মর্যাদায় শোকদিবস পালিত

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয়
শোক দিবস উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও শোকদিবস পালন করা হয়েছে।

মধুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষরোপণ, প্রামাণ্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমীন।

ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, মধুুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন শরীফ আহমেদ নাসির, এ্যাডভোকেট ইয়াকুব আলী, এএসপি সার্কেল শাহীনা আক্তার, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ওসি তারিক কামাল, ছাত্রলীগ উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান মিথুন প্রমূখ।

সভাশেষে মধুপুর পল্লী সঞ্চয় ব্যাংকের পক্ষ থেকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল কর্তৃপক্ষকে একটি অক্সিজেন সিলিন্ডার ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৩ জন বেকার যুবকের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি বলেন, আমরা বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছি। এই হত্যাকান্ডের পেছনে যাঁরা জড়িত ছিল তাদের মুখোশ উম্মোচন করবো ইনশাআল্লাহ।

অপরদিকে মধুপুর উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠন, সকল ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে পৃথক পৃথক ভাবে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। এদিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কবিতা আবৃত্তি, হামদ নাথ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button