বগুড়া র্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১ মাদক ব্যবসায়ী
র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এর নেতৃত্বে জেলার সদর থানাধীন মাটিডালি বিমানমোড়স্থ রেহেনা মেডিসিন কর্নার এর সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী বগুড়া সদর থানার বারপুর মধ্যপাড়া বিমানমোড় গ্রামের মাঃ আরফান শেখ এর ছেলে মোঃ আল রিয়াদ হোসেন অরোফে হৃদয় (২১) কে মোট ৪২ পিস ট্যাপেন্টাডল এবং নগদ টাকাসহ গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বগুড়ার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
লেঃ কমান্ডার কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন বলেন র্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।