প্রাণনাশের আশঙ্কায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। আজ বুধবার রাজধানীর শাহবাগ থানায় তিনি এ জিডি করেন।
বিষয় টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, ডাকসু ভিপি নুরুল হক নুর নিরাপত্তা চেয়ে একটি জিডি করেছেন।
এর আগে গত সোমবার দিবাগত রাতে কে বা কারা ডাকসু ভিপি নুরুল হক নুরকে হত্যার হুমকি দিয়ে তার ব্যক্তিগত মোবাইল ফোনে দুটি খুদে বার্তা পাঠায়। রাত ১টা ১৮ এবং ১টা ৩৮ মিনিটে ০১৬২৫-৯৯১৫৭৬ নম্বর থেকে খুদে বার্তা দুটি পাঠানো হয়। এরপর থেকে নিরাপত্তাহীনতা এবং প্রাণনাশের আশঙ্কায় ভুগছেন তিনি। তাই আজ বুধবার শাহবাগ থানায় নিরাপত্তা চেয়ে জিডি করেন ডাকসু ভিপি।
নুরু বলেন, একটি অপরিচিত নম্বর থেকে সোমবার রাতে তাকে হত্যার হুমকি দিয়ে দুটি এসএমএস পাঠানো হয়। তিনি ছাড়াও তাদের সংগঠনের ৪০-৪৫ জনের মোবাইলে একই বার্তা পাঠানো হয়। ওই এসএমএসে হত্যার হুমকির পাশাপাশি নতুন রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার ঘোষণার বিরোধিতা করা হয়। তারপর থেকেই তারা বরাবরের মতো নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি আরো বলেন, এর আগেও তার ওপর ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। যার কোনো বিচার হয়নি। এবারও এই হত্যার হুমকি দেওয়ার পেছনে ক্ষমতাসীন দলের যোগসাজশ থাকতে পারে বলে তিনি মনে করেন।
প্রসঙ্গত, দীর্ঘ প্রায় দুই দশক পর অনুষ্ঠিত হওয়া ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন নুরুল হক নুর। এর আগেই কোটা সংস্কার আন্দোলন করে তিনি দেশব্যাপী আলোচনায় আসেন। শিক্ষার্থীদের অধিকার আদায়ে শুরু থেকেই সোচ্চার ছিলেন তিনি। এবার জাতীয় রাজনীতিতে যুক্ত হবার জন্য দল গড়ার ঘোষণা দিয়েছেন।