জেলার খবর

আখাউড়ায় একাধিকবার এসেও টিকা না পেয়ে ফিরে যাচ্ছে লোকজন

মো. আল আমিন, জেলা প্রতিনিধি-(ব্রাহ্মণবাড়িয়া)

আখাউড়ায় একাধিকবার এসেও টিকা না পেয়ে ফিরে যাচ্ছে লোকজন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় করোনার ১ম ডোজের টিকা সংকট দেখা দেওয়ায় কাউকে আর টিকা দেওয়া হচ্ছে না। আজ শনিবার (১৪ আগস্ট) দুপুরে টিকা না পেয়ে টিকা নিতে আসা লোকজন ক্ষুব্ধ হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন।

টিকা নিতে আসা লোকজন জানান, রেজিস্ট্রেশন অনুযায়ী তারা টিকা নিতে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় তারা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরও টিকা পাননি। চারদিন আগে আসলে বলে শনিবার সকালে আসলে টিকা দিবে।আজ শনিবার সকালে আসার পর বলে দুপুর ১টায় আসতে। ১টার পর এসে দেখি টিকা নাকি শেষ হয়ে গেছে।করোনার এই দুঃসময়ে বারবার টিকাকেন্দ্রে আসা-যাওয়ায় সময় ও টাকার অপচয় হচ্ছে।আবার কখন টিকা দেওয়া হবে তার সুনির্দিষ্ট কোনো সময় বলতে পারছে না দায়িত্বরত কর্মকর্তারা।

এ নিয়ে চরম ক্ষুব্ধ হন টিকা নিতে আসা ব্যক্তিরা। তাদের অভিযোগ, টিকার সংকট থাকলে তাদের কেন ম্যাসেজ দিয়ে আসতে বলা হলো। এ সময় টিকা না পেয়ে শতাধিক ব্যক্তি হতাশা নিয়ে ফিরে যান।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা রাশেদুর রহমান রাশেদ বলেন,দুপুর ১টা থেকে ১ম ডোজ টিকা দেওয়া শুরু হয়। আমাদের কাছে থাকা টিকা শেষ হয়ে যাওয়ায় কিছুক্ষণ পর টিকা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।চীন থেকে ঢাকায় আসবে, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়ায় আসলে টিকা দেওয়া যাবেদকখন টিকা আসবে,কখন আবার টিকা দেওয়া যাবে সেটা জাতীয় পর্যায়ের লোকেরা জানবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button