যশোর মনিরামপুর সড়কে গণপরিবহনে অতিরিক্ত যাত্রী নেয়া হচ্ছে
আবদুল্লাহ আল মামুন, মনিরামপুর উপজেলা প্রতিনিধি-(যশোর)
যশোর মনিরামপুর সড়কে গণপরিবহনে অতিরিক্ত যাত্রী নেয়া হচ্ছে
সরকারী নির্দেশনা অমান্য করে ছিট ছাড়াও অতিরিক্ত যাত্রী নেয়া হচ্ছে যশোর মনিরামপুর কেশবপুর সড়কের গণপরিবহনে। বিধিনিষেধ তুলে নেয়ার পর গণপরিবহন চলাচল দ্বিতীয় দিনে সরকারি নির্দেশনা মানছে না চালক হেলপার রা।
গাড়িতে ছিট খালি না থাকলেও মনিরামপুর কেশবপুর কুয়াদা সহ বিভিন্ন স্থানে দাঁড়িয়ে যাত্রী তুলছেন বাধ্য হয়ে দাড়িয়েই গন্তব্যে পৌঁছাতে হচ্ছে যাত্রীদের।
বৃহস্পতিবার ১২ আগস্ট সরেজমিনে মনিরামপুর কুয়াদা রাজারহাট যশোর মনিহার ঘুরে এমন চিত্র দেখা যায়।
এছাড়াও গাড়িতে মানা হচ্ছে না সাস্থ্যবিধি সামাজিক দুরত্ব কারো মুখে মাস্ক নাই চালক হেলপার সুপারভাইজার যাত্রী সবাই উদাসীন ভাবে চলাচল করছে মনে হচ্ছে করোনা বলতে কিছুই নাই বা ছিলনা যশোর মনিরামপুর।
অতিরিক্ত যাত্রী নেয়ার বিষয়ে গাড়ির সুপারভাইজারের নিকট জানতে চাইলে তিনি বলেন এখন অতিরিক্ত যাত্রী নেয়া যাবে কোন সমস্যা নাই।