টিকা নিবন্ধনকারী তিন কোটি ছাড়ালো
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুরোধে সারাদেশে টিকা নিবন্ধনকারীর সংখ্যা তিন কোটি ছাড়িয়েছে। গতকাল (বৃহস্পতিবার) পর্যন্ত টিকা পেতে নিবন্ধনকারীর সংখ্যা তিন কোটি ৫ লাখ ৩৭ হাজার ৬ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর (এইচআইএস অ্যান্ড ই-হেলথ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
এদিকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট টিকাগ্রহীতার সংখ্যা দুই কোটি ৫৩ লাখ ৫ হাজার ৯৮০ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজের এক কোটি ৫৩ লাখ ১১ হাজার ৬৬৯ ও দ্বিতীয় ডোজের ৫২ লাখ ২৪ হাজার ৩১১ জন রয়েছেন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় গণটিকাসহ মোট টিকা নিয়েছেন চার লাখ ৪৬ হাজার ৮৭৩ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন দুই লাখ ৮৮ হাজার ৫০৭ জন। এরমধ্যে পুরুষ এক লাখ ৬০ হাজার ৬০২ জন ও এক লাখ ২৭ হাজার ৯০৫ জন নারী রয়েছেন। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৫৮ লাখ ৩৬৬ জন। তাদের মধ্যে পুরুষ ৯১ হাজার ৪০৬ জন ও নারী ৬৬ হাজার ৯৬০ জন।
কোন টিকা কতজন নিলেন
গত ২৪ ঘণ্টায় ৯৩ হাজার ৯৮৬ জন সিনোফার্মের প্রথম ডোজের টিকা নেন। তাদের মধ্যে পুরুষ ৫১ হাজার ৭৮ জন ও ৪২ হাজার ৯০৮ জন নারী রয়েছেন। এ নিয়ে চীনের সিনোফার্মের প্রথম ডোজের মোট টিকাগ্রহীতার সংখ্যা বৃদ্ধি পেয়ে ৭০ লাখ ৩৪ হাজার ৯৩৪ জনে দাঁড়িয়েছে।
সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩৭ হাজার ৮৩৭ জন। তাদের মধ্যে পুরুষ ২২ হাজার ৪২৩ জন ও নারী ১৫ হাজার ৪১৪ জন। এ নিয়ে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন দুই লাখ ৯১ হাজার ৭৬১ জন।
বৃহস্পতিবার মডার্নার প্রথম ডোজের টিকা নেন এক লাখ ৯২ হাজার ৯১১ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৮ হাজার ৬৫৪ জন ও ৮৪ হাজার ২৫৭ জন নারী রয়েছেন। এ নিয়ে মর্ডানার প্রথম ডোজের মোট টিকাগ্রহীতার সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৪ লাখ ৪ হাজার ৭০০ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ফাইজারের কোনো টিকা দেয়া হয়নি। এ পর্যন্ত ফাইজারের প্রথম ডোজের টিকাগ্রহীতার সংখ্যা ৫০ হাজার ২৫৫ জন। সর্বশেষ দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন তিন হাজার ৭০২ জন। এদের মধ্যে পুরুষ তিন হাজার ৩২৮ জন ও নারী ৩৭৪ জন। এ নিয়ে দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতার মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ১৮১ জন।
একই সময়ে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের টিকা নেন এক হাজার ৬১০ জন। তাদের মধ্যে পুরুষ ৮৭০ জন ও নারী ৭৪০ জন। ১২ আগস্ট পর্যন্ত এ টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২১ হাজার ৭৮০ জন।
দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ১১ হাজার ৬৯০ জন। তাদের মধ্যে পুরুষ ৬২ হাজার ৫৫৭ জন ও নারী ৪৯ হাজার ১৩৩ জন। এ নিয়ে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের মোট টিকাগ্রহীতার সংখ্যা দাঁড়াল ৪৮ লাখ ৮২ হাজার ৪৩৮ জন।
উল্লেখ্য, চলতি বছরের গত ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। প্রথমদিকে শুধু এ টিকা দেয়া হলেও পরবর্তীতে চীনের সিনোফার্ম, ফাইজারের বায়োএনটেক ও যুক্তরাস্ট্রের মডার্নার টিকা যুক্ত হয়