প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ টিকাদান কেন্দ্রে স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ
প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ টিকাদান কেন্দ্রে স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন
মঙ্গলবার (১০ আগস্ট ২০২১ ইং) সকাল থেকে ঢাকা মহানগর দক্ষিণ এর অন্তর্গত ১৬,১৭ ও ১৮ নং ওয়ার্ডের বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক জননেতা একেএম আফজালুর রহমান বাবু।
তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্র ভিত্তিক স্বেচ্ছাসেবক টিম গঠন করে গেঞ্জি, টুপি ও ব্যাজ পরিধান করে স্বাস্থ্য বিধি মেনে সু-শৃঙ্খল ভাবে দায়িত্ব পালন করছে। বৃদ্ধ, প্রতিবন্ধীও প্রসূতি মায়েদের সহযোগিতার জন্য প্রতিটি টিমে মহিলা স্বেচ্ছাসেবক যুক্ত করা হয়েছে। বসার জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছে। টিকা নিতে আগত মানুষ যাতে স্বাস্থ্য বিধি মেনে নির্বিগ্নে সু-শৃঙ্খল ভাবে টিকা গ্রহন করতে পারে সেজন্য স্বেচ্ছাসেবক টিম সারিবদ্ধ লাইন তৈরীতে স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করছে।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের সকল নাগরিকের জন্য বিনামূল্যে করোনা টিকা আমদানি করার ঘোষণা দিয়েছেন এবং টিকাদান কার্যক্রম অব্যাহত রেখেছেন। পৃথিবীর অনেক দেশ এখনো টিকা ব্যবস্থা করতে পারে নি! মাননীয় প্রধানমন্ত্রী দেশকে করোনা মুক্ত করতে টিকা আমদানি করে মানুষের হাতের নাগালে এনে দিয়েছেন। যথাসময়ে টিকা আমদানি করায় মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে! জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ করোনা ভাইরাস মুক্ত হবে এবং উন্নত সমৃদ্ধ দেশে পরিনত হবে।