আন্তর্জাতিক

সুদানে বন্যায় কয়েক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

সুদানে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ব্যাপক বন্যায় কয়েক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী খার্তুমের বিভিন্ন রাস্তা পানিতে তলিয়ে গেছে। রবিবার এএফপির সংবাদদাতা এ কথা জানান।

সুদানে সাধারণত জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত প্রবল বৃষ্টি হয় এবং দেশটি প্রতিবছর ব্যাপক বন্যা মোকাবেলা করে। আর এ বন্যায় সম্পদ, অবকাঠামো ও ফসলের ব্যাপক ক্ষতি হয়ে থাকে।

সুদানের সরকারি বার্তা সংস্থা সুনা (এসইউএনএ) পরিবেশিত খবরে বলা হয়, দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় আতবারা নগরীতে প্রবল বর্ষণের কারণে বহু ঘরবাড়ি ‘ধসে’ পড়েছে।

বৃহস্পতিবার জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ জানায়, সুদানের ১৮ টি রাজ্যের মধ্যে আটটিতে প্রায় ১২ হাজার মানুষ বন্যার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতিসংঘ জানায়, ‘দেশটিতে বন্যাজনিত কারণে আটশ’র বেশি ঘরবাড়ি ধ্বংসপ্রাপ্ত এবং চার হাজার চারশর বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

উল্লেখ্য, গত বছর প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ব্যাপক বন্যার কারণে বাধ্য হয়ে সুদান দেশে তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছিল। ওই বন্যায় কমপক্ষে সাড়ে ছয় লাখ মানুষ এবং এক লাখ ১০ হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button