বহু নারীর সঙ্গে হানি সিংয়ের শারীরিক সম্পর্ক, ক্ষতিপূরণ চান স্ত্রী
পাঞ্জাবি গায়ক ও বলিউড অভিনেতা হানি সিংয়ের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার মামলা করেছেন স্ত্রী শালিনী তলওয়ার। সেই সঙ্গে মহিলা সুরক্ষা আইনে ১০ কোটি টাকা দাবি করেছেন তিনি। এ নিয়ে ইতোমধ্যেই হানি সিংয়ের উদ্দেশে নোটিশ জারি করেছেন আদালত। ওই নোটিশে বলা হয়েছে, আপাতত হানি ও শালিনীর যৌথ কোনো সম্পত্তি বিক্রি করতে পারবেন না তিনি।
২০১১ সালে হানি ও শালিনী বিয়ে করেন। এরপর থেকেই নানা কারণে শালিনীর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করতেন হানি। শালিনীর অভিযোগ, শুধু হানিই নয়, হানির বাবা-মাসহ পুরো পরিবারের হাতেই শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হতে হয়েছে তাকে। শালিনী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পরিবারের সবার অত্যাচার সহ্য করতে করতে এক সময় নিজেকে ওই পরিবারের পালিত পশু বলে মনে হতো।
পারিবারিক সহিংসতার পাশাপাশি তার দাবি, একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন হানি সিং। কখনোই বিয়ের আংটি পরতেন না হানি। বিয়ের ছবি সোশ্যাল সাইটে আপলোড করলেই বেধড়ক মারধর ছিল নিত্যদিনের ঘটনা। গত ১০ বছরে কারণে-অকারণে বারবার তাকে শারীরিকভাবে নির্যাতন করেন হানি। ১০ বছর ধরে ভয়ে ভয়ে দিন কাটাতেন শালিনী, এমনটিই তার দাবি। তিনি জানান, পরিবারের অত্যাচারের এক পর্যায়ে মানসিক চিকিৎসাও নিতে হয়েছে তাকে।
আদালতের কাছে শালিনীর আবেদন করেন, তার কাছে পারিবারিক সহিংসতার অনেক প্রমাণই রয়েছে। তাই আদালত যেন সেই সব প্রমাণ দেখে যথোপযুক্ত ব্যবস্থা নেয়। পারিবারিক সহিংসতার ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি টাকা দাবি করেন হানির স্ত্রী। পাশাপাশি দিল্লিতে যে অ্যাপার্টমেন্টে শালিনী থাকেন, সেই ফ্ল্যাটের প্রতি মাসের ভাড়া পাঁচ লাখ টাকাও দাবি করেন তিনি।