পাকগাছায় মাছবাহী আলমসাধু উল্টে খাদে; কালবার্ট নির্মানে নির্বাহী কর্মকর্তা সহ এমপি’র হস্তক্ষেপ কামনা
এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
পাকগাছায় মাছবাহী আলমসাধু উল্টে খাদে; কালবার্ট নির্মানে নির্বাহী কর্মকর্তা সহ এমপি’র হস্তক্ষেপ কামনা
খুলনার পাইকগাছা উপজেলার উত্তর সলুয়া গোলাবাটি বাইপাস সড়কে মাছ বোঝাই আলমসাধু উল্টে খাদে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে কপোতাক্ষ নদী সংলগ্ন আশ্রায়ন প্রকল্পের পাশে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় প্রায় ৫০ হাজার টাকার মাছ নষ্ট ও আলমসাধু ক্ষতিগ্রস্ত হয় এবং চালক আহত হয়।
বাইপাস সড়কে ভারী যানবাহন চলাচল করায় ক্ষুব্ধ হন এলাকাবাসী। ওই সময় তারা সড়কের ক্ষতিগ্রস্ত অংশে ইটের স্তুপ তৈরী করে যান বাহন চলাচল বন্ধ করে দেন।
জানাগেছে, চলতি বছর পাইকগাছা-খুলনা প্রধান সড়কটিতে সংস্কার কাজ চলমান থাকায় ও বর্ষা মৌসুমে প্রধান এ সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় কপিলমুনি বাইপাস সড়কটিতে চাপ বাড়তে থাকে। এ অবস্থায় বিধিনিষেধ সত্ত্বেও ভারী যানবাহন ঢুকিয়ে দেয় সংশ্লিষ্ট ড্রাইভাররা। ফলে গোলাবাড়ি সংলগ্ন পানি সরবরাহের জরাজীর্ণ মাধ্যমটিতে (ড্রেন) রাস্তার দুপাশের মাটি ধুয়ে বাইপাস সড়ক সংকীর্ণ ও পানির ড্রেনটি বন্ধ হয়ে যায়।
বুধবার সকাল ১০ টার দিকে বাইপাস সড়ক দিয়ে মাছ বোঝাই আলমসাধু ঢুকানোর পর সড়কে ভগ্নাংশে পৌঁছালে মাছবাহী আলমসাধু উল্টে খাদে পড়ে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। দ্রুত সেখানে পাকা কালবার্ট নির্মানের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ ব্যাপারে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ এমপি মহোদয়ের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।