আন্তর্জাতিক

জাহাজ হামলায় ইরানকে দায়ী করল ইসরায়েল

ওমান উপকূলে ইসরায়েলি জাহাজে হামলার ঘটনায় নাবিক দলের দুই সদস্য নিহত হয়েছে।এ ঘটনায় ইরানকে দায়ী করেছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিড। হামলার জন্য ইরানকে কঠোর জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ওমানের মাসিরাহ দ্বীপের উত্তর-পূর্বে লাইবেরিয়ার পতাকাবাহী তেলের ট্যাঙ্কার মারসার ট্রিটে হামলায় নিহত হন দুই নাবিক। তাদের একজন ব্রিটিশ ও অপরজন রোমানিয়ার নাগরিক।

এ হামলার ব্যাপারে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। তবে প্রাথমিকভাবে একে ডাকাতির ঘটনা মনে করা হলেও বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে মালিকপক্ষ।

গত কয়েক মাস ধরেই একে অপরের বিরুদ্ধে বাণিজ্য সংক্রান্ত নানা অভিযোগ করে আসছে ইরান ও ইসরায়েল। এমন পরিস্থিতির মধ্যেই ইসরায়েলি জাহাজে হামলার এ ঘটনা ঘটল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button