বগুড়ায় অপহরন মামলার মুল আসামী গ্রেফতার অপহত কলেজ ছাত্রী উদ্ধার
বগুড়ার সোনাতলায় কলেজ ছাত্রী অপহরন মামলার মুল আসামী আব্দুল ওয়ারেছ(২১) সহ ওই কলেজ ছাত্রী(১৭)কে দীর্ঘ তিন মাস পর উদ্ধার করতে সক্ষম হয়েছে সোনাতলা থানা পুলিশ।
তথ্য-প্রযুক্তির মাধ্যমে ২০ জুলাই গভীর রাতে গাজীপুর জেলার শালনা বাজার এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়। ২২ জুলাই পুলিশ আসামী আব্দুল ওয়ারেছকে আদালতে পাঠায় এবং ওই কলেজ ছাত্রীকেও আদালতে নেয়া হয়। বিজ্ঞ আদালত ওই ছাত্রীর জবানবন্দি গ্রহন করে।
জবানবন্দিতে অপহরনের মূল রহস্য উন্মোচিত হয়। আব্দুল ওয়ারেছ উপজেলার মধুপুর ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের মোঃ জহুরুল ইসলাম এর ছেলে এবং কলেজ ছাত্রী ওই এলাকার জৈনক এক ব্যক্তির মেয়ে বলে জানা গেছে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী অফিসার সোনাতলা থানা এসআই আব্দুর রহিম জানান,সহকারী পুলিশ সুপার(শিবগঞ্জ সার্কেল) তানভীর হাসান এর দিক নির্দেশনায় সোনাতলা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার নেতৃত্বে তিনি ও সঙ্গীয় ফোর্স সহ গাজীপুর জেলা সদরের শালনা এলাকায় ব্যপক অভিযান চালিয়ে অপহরন হওয়া ওই কলেজ ছাত্রীকে উদ্ধারসহ অপহরন মামলার মুল আসামীকে গ্রেফতার করা হয়।
এরপরে তাদেরকে থানায় আনার পরবর্তিতে উভয়কে আদালতে উপস্থাপন করে থানা পুলিশ। উল্লেখ্য,গত ৩ এপ্রিল মধুপুর ইউনিয়নের একটি গ্রামের রফিকুল ইসলামের এর কলেজ পড়ুয়া মেয়ে অপহরন হয়। বিভিন্ন জায়গায় খোঁজ-খুঁজি করে মেয়েকে না পেয়ে গত ৬ এপ্রিল আব্দুল ওয়ারেছকে মুল আসামী করে সোনাতলা থানায় অপহরন মামলা দায়ের করে। মামলা নং ৫।